উন্নয়নের গাজর ঝুলিয়ে সুষম-আসমের সংজ্ঞা ভুলে
তুমি মাল সাহেবের পেটের মতো
মোটাতাজা বাজেটে বাজেটে চুষে খাচ্ছ- সাদাসিধে মানুষদের রক্ত।
টাকার জন্য তুমি অনায়াসে মা, মেয়েদের তুলে দিচ্ছো আরবী নারীখোরদের হাতে!
       পানিরদরে বিক্রি করছো জনশ্রম, মানুষ.... স্বাধীনতা।


রাস্ট্র, তোমার লজ্জা করেনা আমাদের ডালভাতে ভ্যাট বসিয়ে গুলাবারুদ কিনতে?
       ভিখারীদের টাকায় পোদ্দারি করতে বিবেকে বাধে না?
ছি! রাস্ট্র,
ছিহ্!


(কবিতাটি বেশ কয়েকবছর আগের। ফেইসবুক টাইমলাইন থেকে টুকটাক সম্পাদনা করে আসরে পোস্ট করলাম।)