রক্তপোড়া ঘ্রাণ  আর তাজাতাজা আতংকে বিভোর বাতাস
      প্রাণে প্রাণ নেই!
'না জানি কে আবার কার রক্তে ঢেলে দেয় হিংস্রতার পারদ?'
এ আতংক কতটা ভৌতিক, বিদঘুটে-
ছুঁয়ে দেখো হে স্বার্থান্ধ ধনিক; ধর্মান্ধ প্রাণ।


  হিমসুরেলা অনুতাপ গিলে খাবে দোজখ



সাম্প্রদায়িকতা
_________


একদল ধুরন্ধর ধর্মবিশ্বাস পুঁজি করে রক্তে হিংসে ঢেলে
তৈরি করছে বীজতলা
এবং সত্যমিথ্যার সংমিশ্রণে চাষা করছে
    সাম্প্রদায়িকতা ও হিংসা।
আগুনের ভাষা ভুলে আমরা কেউকেউ ছক আঁকছি-
    'ঘুলা জলে মৎস শিকারের'
কেউকেউ লিখছি    নব্য রণসঙ্গীত