১)
জলে ভিজে-রোদে পুড়ে সামনে সহস্রপদ এগিয়ে
আবারো পিছিয়ে যাই সচেতনে
এভাবে নিজেকে ভেঙে ভেঙে আমি কী খুঁজি?! জানিনা-


তোর একেকটা কথা
কখনো কখনো সমুদ্রের গভীরতাও ফেঁকাসে করে দেয়।


অতন্দ্রিতা, ভালোবাসায় বিশ্বাস নেই আমার
তবুও বুকের ভিতরে তোর যাওয়াআসার ছন্দপতন টের পাই।


২)
গোধূলির মুখে, আসন্ন অন্ধকারকে ইস্যু করে
তুই অনায়াসে এঁকে ফেলিস অভিমানের টইটম্বুর নদী-
                মেঘের আকাশ...
আমাবস্যার ছাঁদে জোছনা ফুটানোর নৈপুণ্য আমার জানা নেই
তাই বোধহয় সূর্য ডুবার পথে পা ফেলি সচেতনে-


বেলাশেষে, ঝিমমারা মহাসামুদ্রিক অন্ধকারে
সব আত্মার-ই তো একাকী বাস।