ফাল্গুনী,
তোমার শাড়ির আঁচলে, ভ্রাম্যমাণ!
ঐসব মেঘমল্লাদের গতরে ল্যাপ্টে আছে
অগণিত জাগ্রতপ্রাণের
ব্যর্থ কালাতিপাতের বিবর্ণ গল্প।
জানো, আগামীকাল ভূপৃষ্ঠের যে জলগুলো মেঘ হবে
ওগুলোতে মিশে থাকবে
আমার অন্তহীন অপেক্ষার সন্তাপ কিম্বা
রঙহীন মলিন প্রেমার্তি।