মনের উঠোনে একবার মঙ্গলেরিয়া ফুটেছিল বসন্তী আমেজে।
গ্রীষ্ম-বর্ষার হিসেব কষতে কষতে আমি এঁকেছি চৈত্রের তুমুল দাবদাহ
           চৈত্রে মন পুড়ছে - পুড়ছে মঙ্গলেরিয়া -
অমনএক তপ্ত দুপুরে জলের সমুদ্র নিয়ে আকস্মিক  মঙ্গলেরিয়ায় নেমেছিলো কোনোএক নীলমেঘ।
শরতের হিসেব কষতে কষতে আমি ডেকে এনেছি কাঠফাটা রোদ্দুর
         রোদ্দুরে নীলমেঘ পুড়েছে -
সঙ্গে পুড়ে গেছে কবিতার পাণ্ডুলিপি!


এইসব গল্প সহস্রবার বলতে গিয়েও বলা হয়ে ওঠেনা, হে ঈশ্বরী
গল্প বলতে গেলে আমি কেবল পান্ডুলিপি পোড়া ছাই দেখি!


(মধ্যরাতের প্রলাপ)
২৮.০১.২২ ইং, রাত