বিস্তর প্রান্তর, স্বপ্নিল শহর...
চারপাশে কতো মানুষ, কতো কোলাহল, কতো চিৎকার চেঁচামেচি-
তবুও আমার দিন কাটে নিরবতায়, রাত হয়;
আমি বিনিদ্র জেগে জেগে ঝিঝি পোকাদের গান শুনি, একাএকা জোছনা দেখি, রাতভর তাঁরা গুনি।
সকাল হলে ভোরের পাখিদের গল্প বলি-
                     মা ও মাটির গল্প
                              প্রিয় জনের গল্প
                                      হারানো দিনের গল্প
                                                    চাওয়া পাওয়ার গল্প।


প্রতুল এই দ্বীপে সহস্র মানুষের ভিড়েও মাঝেমাঝে নিজেকে বড় নিঃসঙ্গ মনে হয়। কারো সাথে কথাবলা, গল্প করা, হৈ-হোল্লা করা ওসব ভালো লাগেনা।
অথচ, এই কয়েকদিন আগে আমাদের অপ্রতুল দ্বীপে হ-য-ব-র-ল গল্প করতে করতে আমার দিন কাটতো, রাত কাটতো ইমন শেরওয়ানী হাউজ, সুমনের দোকান কিংবা কোন এক চায়ের দোকানের জম্পেশ আড্ডায়।  
কতদিন হল-
                আড্ডা দেই না
                            প্রাণ খুলে শ্বাস নেই না
                                                    প্রিয়জন দেখি না।


খুব মনে পড়ে মা,মাটি ও প্রিয়জনদের কথা। সত্যি-
বড্ড মিস করি প্রিয় স্বদেশ'কে।