শান্তির সন্ধানে কিংবা স্বপ্নের গন্তব্যে পৌছুতে
প্রতিনিয়ত দিকবিদিক ছুটাছুটি, দৌড়ঝাঁপ কতো জল্পনা- কল্পনা...


আমাদের জীবন: ঠিক ঐসব জলসমুদ্র'দের মতো-
উত্তাল, অস্থির কখনো কখনো অপ্রতিরোধ্য!
অথচ এক একটি স্বপ্ন প্রচণ্ড ঢেউতুলে নাচতে নাচতে
একটাসময় এসে ঠেকে কিনারে
মুহূর্তেই বালুকণা শুষে নেয় সবটুকো জল-বল-সম্ভাবনা
অবশিষ্ট পড়ে থাকে জলছাপ: স্মৃতি!
তবুও স্বপ্ন জুড়তে ভুলে না জীবন।
কেননা স্বয়ং জীবনই তো জগৎসংসারের এক বিস্ময়কর ঢেউ!
দেখতে দেখতে নেচে খেলে পৌঁছে যায় কিনারে...


অতঃপর, অজ্ঞাত বংশবদে মাটিতেই খুঁজে নেয় প্রশান্তি।