একমুঠ অন্নের জন্য- তিনরাতের উপোষ
বারো বছর বয়সী এতিম জহুর পূর্বেকার এক দ্বিপ্রহরে মলিনমুখে তোমার সামনে দাঁড়ালে
তুমি খেটে খাওয়ার নিখরচা উপদেশ দিতে দিতে রিকশা ডেকে চলে গ্যালে।  
দেখেও দেখলে না তার বুভুক্ষু মুখ... জ্বলন্ত ক্ষুধা।
তার অর্ধমাস পর,
এক বিকেলে কাজ খুঁজতে খুঁজতে সে আবারো তোমার সামনে দাড়ালে
তুমি ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে গেলে।
অথচ আজ না চাইতেই দিয়ে দিলে, টাকাপয়সা... সঙ্গে আছে যা
কেননা, একজন ছিনতাইকারী অনায়াসেই চালাতে পারে ছুরি...


(সম্পাদিত)