ছুটির দুপুর-রাতদের হিসেব রাখা হয় না আজকাল
সতেজ বাতাস,
সূর্যোদয় তো আড়াই মিলিয়ন বছর আলোক দূরত্বের
                  'এন্ড্রোমিডা'


ব্রাণ্ডির কড়াঘোর আমার বেলা-অবেলা স্থির করে রাখে
          একটি পক্ক কাঁচপাত্রে।
তবুও মাঝেমাঝে মনে পড়ে
তোমার মনকাড়া ভালোবাসা, আমার হঠাৎ পাওয়া প্রেম,
বাংলা-কবিতা'র আসর এবং আরো কতশত দুঃখকথাদের গল্প...
অতন্দ্রিতা, জলমন্ত্রের মোহগ্রস্ত অন্ধকার
জীবনের সব দুঃখগল্প গিলবার ক্ষমতা রাখে না।  


(কবিতা'টি আসরের কবি, বন্ধুবর প্রিয় ''মিলেটস''কে উৎসর্গ করলাম।)


রচনাকালঃ
১৮ সেপ্টেম্বর, ২০১৮।