১)
বাবুই কভু করবে না বিয়ে--  
দিব্যি চড়ুই ঘুরে কুৎসা রটিয়ে
পক্ষী সমাজে
বাবুই মরে লাজে
টুনাটুনিও ইদানীং হাসে তারে নিয়ে!
                  


২)                                                            
বিরক্ত! বাবুই নিলো সিদ্ধান্ত
শিগগীর সমস্যার করতে হবে অন্ত
দিবানিশি আনমনে
ঘুরে ঘুরে দেখে কনে
নাক বোচা, কপাল উচা- হয়না পছন্দ!
                  


৩)
অবশেষে বাবুইয়ের কনে হলো পছন্দ
শুনে পক্ষীসমাজে পড়লো ছড়িয়ে আনন্দ    
কোকিল ধরে গান
দোয়েল মিলায় তান
আকাশ-বাতাসে ভাসে সুমধুর ছন্দ।
                  
  
৪)
আজ বাবুইয়ের বিয়ে
চড়ুই এলো উপহার নিয়ে-    
খড়কুটা
দুটো ডাঁটা
ফিঙে হাসে দাঁত  খুলিয়ে!


                    -*-


৫)
(বাবুই-চড়ুইয়ের সমন্ধ
বেলা-অবেলায় দন্দ  
তবুও সুখে
কিম্বা দুঃখে  
আছে তাদের নিদারুণ ছন্দ!)