রূপসী! চাকা-অশ্মরী, সুশ্রী জলকুণ্ড
ঝিরঝির প্রস্রবণ ঝরে অবিরত
নিহারনে দেহমন হয় উলসিত
অপরূপা রূপে রাঙ্গা ক্ষুদ্র পরিকুণ্ড।
অত্যুত্তম দর্শনীয় মুক্ত গিরিমুণ্ড
ঝরঝর প্রস্রবণ ঝরে অবিরত
শিলাময় আবরণ বিস্তর উন্নত
প্রসাধিত জলধারা সুশ্রী জলকুণ্ড।


মাধব! জলপ্রপাত মূর্তিপরিগ্রহ
অপরূপ, অকৃত্রিম, কম্র অহরহ।
কুসুমিত শিলারূপী, যেনো মহারাণী
সাঁ-সাঁ রাগিণী রমণী, চিত্তগ্রাহী গান
চমকপ্রদ সৌষ্ঠব স্রবণ মোহিনী
নিহারনে প্রফুল্লিত হয় মনঃ প্রাণ।


বিন্যাস-
ফরাসি রীতিঃ ক+খ+খ+ক ক+খ+খ+ক গ+গ চ+ছ+চ+ছ।
পর্ব ও মাত্রাঃ ৮+৬


রচনাকালঃ
৩১ ডিসেম্বর ১৫।