তোমার স্পষ্ট কিছু বাক্য মাঝেমাঝে মাতাল রাতে অস্পষ্ট
সহস্র ব্যাখ্যা আঁকে মেঘের চাদরে
আর কালিমার সমুদ্রে সম্ভাবনার কাটাছেঁড়া করতে করতে
প্রাক্তন কিছু দৃশ্যাবলী
ভিজে বেহিসেবি নোনাজলে।
রাতশেষে ভোর'বাতাসে যখন কানে আসে ঘুমভাঙা নব্বানের হাসিকান্না
আমি ঘুমচোখে তোমাদের গোলাপ পাতার সংসার দেখি
আর তাওবা পড়তে পড়তে কল্যাণ কামনা করি-
          ''ভালো থেকো অতন্দ্রিতা,
           ভালো থেকো আগন্তুক''