শব্দযোজক চিহ্ন কিম্বা ভুল বানানের আড়ালে
তোমার তুমিকে লোকানোর কৌশল দেখে মাঝেমাঝে
আমার ভিতরের আততায়ী স্বত্বা জেগে উঠে -
এবং দিনদুনিয়া ভুলে খুঁজতে থাকে
মুখ ও মুখোশের আড়ালে অদৃশ্য সেই তীর্থযাত্রীর আত্মজীবনী।
যে কয়েকবছর আগে,
                   ঐ পথে আমার চোখে ধুলা দিয়ে হেটে গেছে!
শুরু হয় আমি ও আততায়ী আমি'র
প্রচণ্ড বাকবিতণ্ডা, যুক্তিতর্ক উপস্থাপন, সমীক্ষণ
এবং চলতেই থাকে...
অথচ স্বয়ং ঈশ্বরও আজীবন অদৃশ্য পর্দার অন্তরালে থাকেন।