কিছুকিছু দুঃখ রাত এলে ধুকপুক করে জেগে ওঠে
কিছুকিছু ভাবনা সকালের অফিস বুঝে না;
বুঝে না কাজ-অকাজ, বেলা অবেলা
মনের কি দোষ বলো! আষাঢ়ে কল্পনায় যদি তোমায় খুজে পায়
আর
এভাবে ভুলনিয়ম, নিয়মে পরিণত হলে   মন হয়ে ওঠে জীবনের শত্রু।



নেশাগ্রস্ত মন অতীত বুঝে না, নেশাগ্রস্ত মন বর্তমান বুঝে না
নেশাগ্রস্ত মন বুঝে স্রেফ ভালোবাসা
আর তাই বোধহয় কথারঘ্রাণ ছুঁয়ে মেপে নিতে পারে  মনেরভাষা।