কয়েক বিকেল গেলো- পুষ্পিকা বারান্দায় আসে না।
এদিক ওদিক তাকিয়ে একান্তে অনম্র হাসি হাসে না;
অনন্যচিত্তে অযথা কথা বলে না।
তাতে আমার কি?
প্রাক্তন বিকেলে ও যখন বারান্দায় এসে এদিকে তাকাতো
আমি অস্বস্তি বোধ করতাম।
কখনো কখনো জানালা বন্ধ করে নির্জনে স্বস্তি খুঁজতাম।
কয়েকদিন হলো-পুস্পিকা বাইরে বের হয় না।
এখন 'ও' মনে হয় আমার মতো নির্জনে স্বস্তি খুজে।
আর আমি- ও'র মতো, ও'কে খুজি!


২৮/০৪/২০১৫, বিকেল...