পৌনঃপুনিক ফরমাশ মেনে কালানুবর্তী পৃথিবীর গাত্র তখন মাত্র কালিমা-প্লাবিত
জলাধি'র জ্বলন্ত লহরীতে সক্রিয় কাশফুলের নীলসাদা আকাশ- একমাঠ নক্ষত্র।
অমন এক উর্ধ্বগামী নিশিতে, প্রাক্তন কিছু ভুলভাল বিচ্ছিরি যন্ত্রণা
নিশ্চিন্তে সমুদ্রে ঢেলে দিতে গিয়ে সঙ্গে নিয়ে ফিরেছি আরো কিছু...
অজান্তে ভেঙ্গেছি কতো শামুক স্বপ্ন, জলপিঁপড়ে'দের টিবি-ঘর
পদতলে- নির্দ্বিধায় মুছেছি কতো কাকড়াদের আঁকা পথ।


ক্রমশঃ পৃথিবীর গা চষে বেড়েছে কালো- আরো গাঢ় কালো রাত
একটা সময় চাঁদ হেলেছে পশ্চিমে, ফুটেছে শুকতারা- ভোরফুল।
অমন অন্য এক সুবহসাদেক-শান্ত সতেজ সকালে--
আমি বাড়ন্ত পদ্মকলিকে সমুদ্রস্নানের গল্প শুনাতে গিয়ে
শুনেছি, ভুল পরিণয়ে জ্বলে-জ্বলে পদ্মের নীল হবার উপাখ্যান
স্ব-স্বার্থের টানপোড়নে রক্ত-টান ম্লান হবার গল্প এবং আরো অনেক...


উর্ধ্বগামী এক স্তব্ধ নিশিতে সমুদ্র স্নানে দুঃখ ধুতে গিয়ে
আমি সঙ্গে নিয়ে ফিরেছি আরো কিছু অযাচিত দুঃখ, পাপ আর
অনুতাপের ক্ষতবিক্ষত বিষব্যাথা।
তারপর থেকে খুব গোপনে নিরবে-নিভৃতে পুড়ছি....