'১৬ই ডিসেম্বর, ১৯৭১'-
একটি লাঞ্চিত জাতির বিজয়ের সাক্ষী, একটি রক্তাক্ত উপন্যাসের শেষ পৃষ্ঠা


হে বিশ্ব,
                   পড়ে নিও 'বায়ান্ন'
কবিতার ভাষার জন্য লাশ হয়ে রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত সালাম, বরকতদের... গল্প।                
                    পড়ে নিও 'উনসত্তর'
                    পড়ে নিও 'সত্তর'
                    পড়ে নিও 'একাত্তর'
রাতের আন্ধারে জ্বলে পুড়ে ছাই হওয়া স্তব্ধ আতঙ্কিত এক মৃতনগরীর বিধ্বস্ত দৃশ্যাবলী
                        পড়ে নিও।
পড়ে নিও সন্তান সম্ভ্রমহীন মা-বোন, ভাসমান প্রাণ, রক্তস্রোতের উপাখ্যান
      লক্ষ প্রাণের অন্তিম দীর্ঘশ্বাস, আহাজারি
                         পড়ে নিও।
পড়ে নিও ছাই থেকে, রক্তস্রোত থেকে জন্ম নেওয়া অদম্য বাংলাকে-