দুধসাদা পাঞ্জাবী আর ঘ্রাণবাতির কল্যাণে
আজো গ্রামবাংলায় বেচাকেনা চলে অধর্ম।


জোব্বাপরা আপাদমস্তক শয়তানকেও
        শয়তান বলতে আমাদের গলা কাঁপে
কেননা,আমাদের ধর্মানুভূতি মিশে গেছে পোশাকে-
           সুট কোট,প্যান্ট... বিধর্মীদের লেবাস
টাইপরা কোনো লোককে আমরা 'আলোর মশালবাহক' ভাবতে পারি না
অনভ্যস্ত কূপব্যাঙ যেমন সহ্য করতে পারে না কাকচক্ষু জলের দিঘী।