রাত্রির অভ্রে অজস্র তারা ঝলমল
জ্বলে। জেগে জেগে ভাবে ভাবুক নিভৃতে
চক্ষুদ্বয় ভারী হয়, অশ্রু টলমল!
কেউ নেই, কিছু নেই! শূন্য পরিশেষ।
ক্ষণিকের ধারয়িত্রী ধরণী বিশাল।
কতো রূপ, রঙচঙ! কতো বৈচিত্রতা
সময়ের পরিক্রমে রূপান্তর ঘটে
অবলীলায়। যৌবনা গঙ্গা বুড়ি হয়!
নতজানু বক্ষঃস্থল হয় প্রলম্বিত।
ঘুণধরা দেহমন, ক্ষয়িত জীবন,
ক্ষয়েক্ষয়ে হয় সারা, মিশে কাদাজলে!
ধন,জন,বাড়িঘর সবকিছু ছেড়ে
যেতে হবে অবশেষে- অজানা পথে!
নিশি জেগে ভাবুক ভাবে একা একা
কেউ নেই! কিছু নেই! শূন্য পরিশেষ।


অমিত্রাক্ষর ছন্দে-
পর্ব ও মাত্রা বিন্যাসঃ ৮++৬=১৪
২৯/১২/১৫, সকাল।