এমন বর্ষার রাতে-
মাঝেমাঝে কানে বাজে
দিশেহারা মেঘ বালকের পরিশ্রুত কণ্ঠস্বর,  বালিকার বিধুর বিরহী কান্না।
মনে পড়ে তোমায়! খুব মনে পড়ে-
আমি বাইরে বের হই;
নির্জনে আকাশ দেখি, দেখি আহামরি ঝড়ো হাওয়ার তাণ্ডব; অসহায় প্রেমিক-প্রেমিকার আহাজারি;
দু'খণ্ড মেঘের দু'দিকে উড়ে যাওয়া!
নির্জীব, নিষ্পলক দাঁড়িয়ে-
দেখি উন্মত্ত বনো বাতাসের ক্রুদ্ধ চুম্বন,
বালিকার শরীরের ভাঙ্গন, বালকের শব্দহীন ক্রন্দন।
ক্রমান্বয়ে,
বাড়তে থাকে দু'জনের মধ্যখানের দূরত্ব; বাড়তে থাকে বেলা..
আমি দাড়িয়ে রই একেলা;
এমন বর্ষার রাতে-
আমি বিনিদ্র জেগে থাকি, রাতভর আকাশ দেখি; শুনি-
যমুনার পাড় ভাঙার শব্দ, দক্ষিণের শালবনে
নিঃসঙ্গ ডাহুকের ডাক, বৃষ্টির কান্না।