কোন এক বৈশাখের সন্ধ্যায়-
এক চিলতে স্বপ্ন নিয়ে নীড়ে ফিরছিলো,
একটি ধবল বক।
মেঘমৌলী আকাশে মাঝেমাঝে বিদ্যুৎ
চমকাচ্ছে, মৃদু বাতাস বইছে,
বকটি মনে মনে ভাবছে--
"আহা! রাতভর বৃষ্টি হবে, বন্যায় ভাসবে
চরাচর; ভোরে হাওরে যাবো, দিনভর খাবো;
-কতো মজা হবে!"


এক ফালি স্বপ্ন বুকে নিয়ে,
মৃদু বাতাসে ভরে করে বকটি এগুচ্ছে সামনে,
               আরো সামনে--
আকস্মিক, বাতাসের বেগ বেড়ে গেলো;
বকটির ডানা দুটো এক হয়ে এলো!
অতঃপর,
দুমড়ে মুচড়ে পড়লো পাশের বাশবনে-
ওপাশে ওত পেতে আছে একটি বনো বিড়াল!
ক্ষতবিক্ষত, অর্ধমৃত, অসহায় বক ভাবছে--
ওটা বনো বিড়াল নাকি মৃত্যু?
বাতাস এতো কঠোর হয় কিভাবে !!