মাঝেমাঝে
শান্ত সকাল-অবিশ্রান্ত দুপুর কিংবা
ব্যস্ত দিবসের শেষে বিনিদ্র ক্লান্ত রজনীতে
দু'চোখ প্রকুপিত হয়ে পড়ে স্মতিচারণে।
মনে পড়ে খুব চেনা কোন এক
নীল নীলাম্বরীকে! খুব বেশি মনে পড়ে।


মনে পড়ে--
সেই কোকিলডাকা চঞ্চলা
উদাস দুপুর! তীক্ষ্ণ রোদ্দুর!
নীলাম্বরীর সাথে পরিচয়; পরপর প্রণয়।
অতঃপর প্রতিনিয়ত ও'র বিস্তৃত
নীলচে চোখে হারিয়ে যাওয়া, কখনো
কখনো কাছে পাওয়া; অকারণে
তাকিয়ে থাকা; দৃষ্টিরভাষায় কথাবলা
কিংবা কাছে ডাকা'র সেই সব স্মৃতিগুলো...
খুব বেশি মনে পড়ে।


মাঝেমাঝে মনে পড়ে হারিয়ে ফেলা
প্রিয় সেই নীলাম্বরী'কে! খুব বেশি মনে পড়ে...
১৬ জুন ২০১৬, দুপুর।