বৃষ্টির পূর্বাভাস পেলে, আমার কুঁড়ে রাজহংসী'টি ডানা মেলে
স্মৃতির পুকুরে ঢেউ তোলে ছুটাছুটি করে তুলে আনে একএকটি ঝঁঝট স্মৃতি।
শৈল্পিক বিন্যাসে সন্ধ্যাকাশে ব্যথাতুর মেঘবর্ণেরশব্দ সাজে--
বেলা বাড়ার সাথে সাথে ক্রমাগত ম্লান হয় শ্বেতপত্রের স্বকীয়তা
কাব্যকালিতে কালিমার কৌলীন্য অঙ্কিত করার নামে রচে তরতাজা পঙক্তি।    
-
ক্রমান্বয়ে গাঢ় থেকে গাঢ়তর হয় চাঁদ আর জলাশয়ের মধ্যাঞ্চলীয় বিভাজন রেখা;
গুমোট অন্ধকারে তালিয়ে যায় জ্যোতি প্রত্যাশী নিশাচর প্রাণীদের পৃথিবী;
মেঘের গর্জনে ভীতসন্ত্রস্ত জোনাকিরা ঝাউপতার উল্টোপিঠে গা ঢাকা দেয়
অতঃপর, লজ্জাদের গতরে পেরেক ঠেকে নেমেআসে প্রেমেপুড়া মেঘের বৃষ্টি।    
-------------
(কবিতাংশ: প্রেমেপুড়া মেঘের বৃষ্টি)