ফোনকলে তোমাকে অবেলায় ওয়েটিং দেখালে,
বুকের বামপাশে
একটা বেনামি ব্যথা চিঁছচিঁছ করে জেগে উঠে-
আখের বাতাসে লুটোপুটি খেলে নাটাই ছেড়ার সম্ভব্য শব্দতরঙ্গ,
        দেউলিয়া শঙ্খচিল...


কি আর এমন হলো! ভেবে মুক্তচিত্তে চোখ  রাখি
সাদা-কালো ছায়াপথে--
তবুও, শিশিরের মতো বিন্দুবিন্দু নোনাজলে ভিজে ওঠে
        চোখের ফইড়…
              নাকের বাক-
        মনের চৌকাঠ।
মাকড়ীপায়ে চারিপাশে তিরতির করে নেমে আসে প্রেমের অবেলা।