(০১)
একঝাক তরুণ তরুণীর একটি মিছিল
কলেজ রোড হয়ে ক্রমান্বয়ে বাজারের দিকে অগ্রসর হচ্ছে...
চৌমুহনীতে দাঁড়িয়ে আছে দায়িত্বশীল কয়েকজন পুলিশ।
মিছিলটি মোড় পার হতে না হতেই
আকস্মিক শুরু হলো চিৎকার চেঁচামেচি, ভাঙচুর।
আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি-
   পুলিশ নির্দয়ভাবে পেটাচ্ছে নির্দোষ
   পথচারীদের
   কয়েকটি ছেলে মিলে বেশ মজা করে
   ভাঙ্গছ- দু'তিনটে রিকশা ও একটি
   প্রাইভেট কার


জ্বলছে আগুন....


    চলছে বাউণ্ডুলে ধাওয়া পালটা ধাওয়া
    চলছে ঘুলাজলে মৎস শিকার;
    লুটতরাজ!
                                      



(০২)
বিরোধী দলগুলো ফুঁসেছে সরকারের একরোখা রাষ্ট্রনীতিতে
সরকার ফুঁসেছে বিরোধী দলগুলোর সরকার বিরোধী ভাঙচুর কর্মকাণ্ডে
উত্তপ্ত রাজপথ।
গত সপ্তাহে চাকমুড় বাজারে পিকেটার পুলিশ সংঘর্ষে
গুরুতর আহত পুলিশ কনস্টেবল গতকাল মারা গ্যাছে!


টিনের চালে বৃষ্টির রিমঝিম থামছে না কিছুতেই
বাউণ্ডুলে বাতাসে ভাসছে বিমর্ষ ব্যথাতুর সুর--
গতবার রাজপথে নিহত ছাত্রনেতার মায়ের কান্নার সুর শুনে বুঝার উপায় নেই
                এ-কান্না সরকারীদলের নেতার মায়ের!


৫, ১০ কিম্বা ১১ বছর পরপর হলেও আমাদের সরকার পালাবদল হয়
কিন্তু রাজপথ কখনো-ই শান্ত হয় না।