গীটার বাজে!অভিতপ্ত সুরে...
বেলা অবেলায়, মনের বারান্দায় জমায়েত হয়
বিদঘুটে লাল-নীল কষ্ট'রা।
বেলা বাড়ে...
নিষ্প্রাণ স্বপ্ন-বৃক্ষের ডালে করুণ স্বরে চপলপক্ষী গান ধরে।
তোমায় হারানোর শোকে 'আমার কাটে বিনিদ্র রজনী!!'
স্পর্শের বাহিরে,অযাচিত কালো মেঘের আড়ালে
আসন পাতে সকালের সোনালি রোদ্দুর।
নিয়ম মাফিক কালের কালিতে
বিষণ্ণতার সাক্ষর ফেলে যাত্রা করে নতুন ভোর।
সময় সাক্ষী! ইদানীং, এভাবেই যাচ্ছে আমার দিনকাল।