বারংবার অন্ধকার প্রগাঢ় প্রাচীর টপকাতে ব্যর্থ হয়ে;
অবশেষে: নিয়তির কাছে হার মেনে
সে চলে গ্যাছে- কক্ষচ্যুত নক্ষত্রের পথ ধরে  
তোমাদের চালচুলো সংসার ছেড়ে- চিরতরে!  
অতৃপ্ত, ক্ষতবিক্ষত মন নিয়ে
অসীম অন্ধকারে- লাশকাটা ঘরে।


সে ফিরবে না আর, কখনই ফিরবে
না
আলোর সন্ধানে ব্যস্ত পৃথিবীর পথে-প্রান্তরে ঘুরে-ঘুরে
দিনশেষে, দেহমনে রাজ্যের ক্লান্তি নিয়ে: হাঁফাতে-হাঁফাতে
কিংবা ব্যর্থতার গ্লানি নিয়ে নত শিরে
সে আর ফিরবে না, কখনোই ফিরবে না।


তুমুলঝড়ে- গাঢ় অন্ধকারে কারো কাছে চাইবে না আগুনকাঠি- লাইটার
চাইবে না অনুপ্রেরণা- সাহায্য-সহায়তা... অন্ন, জল, বল...
সে এখন নিশ্চল! প্রাণহীন একটি অতৃপ্ত লাশ!


(সম্পাদিত)