ভরা ফাগুনে টুকরো টুকরো কাশফুল দুঃখ ধার করে করে
তুমি এঁকে ফেলো শরতের আকাশ
উত্তাল নীলের সমুদ্রে ভাসাও সুখের নাও-
দুঃখবিলাসী মেয়ে, তোমাকে দেখলে ইদানীং আমারও ইচ্ছে করে
রাত জেগে জেগে নক্ষত্র গুনতে,     আর
কবিতার ক্যানভাসে সমুদ্ররঙ ঢেলে টুকরো টুকরো কাশফুল-শব্দে   শরৎ আঁকতে
কবিয়ালদের মুখে শুনেছি-
    'মনে মায়া থাকলে কবিতায়ও শরৎ আঁকা যায়'