১)
রাতদুপুরে, বন্ধঘরে আমাকে দেখে
বাদশা আকবরের মতো হাসছে আমার ছায়া
চোখেরকপাটে নোঙ্গর করেছে
                 একযুগ পূর্বের একখণ্ড দৃশ্য-
'কমরেড
এসো; নৌকা করে নিয়ে যাবো সোনারবাংলা।'


২)
একাত্তর বুকপকেটে পুরে-নৌকার দাঁড় টেনে—
আমি জিতেছি উত্তাল সমুদ্র, মেঘের পাহাড়, নক্ষত্রের দেশ
আরো কতো কি?!
অথচ, আজ নিজের ছায়ার অট্টহাসি দেখে নিজেকে খুব অসহ্য লাগছে—
        যেনো আলোর মুখে পড়েছে অন্ধকার।