অপ্রেমের জলপুকুর থেকে তুলে এনে তোমাকে শিখিয়েছি প্রেম
তারপর ফেলে দিয়েছি আবার যন্ত্রণার সমুদ্রে
এ অপরাধ ক্ষমার অযোগ্য
এ অপরাধ ক্ষমার অযোগ্য
                                        তাই,
তোমার দোয়ারে ক্ষমার দরখাস্ত নিয়ে না গিয়ে নির্জনে নৈঃশব্দ্যে নিজেকে পোড়াচ্ছি...
      এটা দাম্ভিকতা নয়, পাপের শাস্তি
আমি এক জঘন্য পাপী।



কবিতায় তোমাকে লিখবার জোর হারিয়ে গেছে সেই কবে
মায়ার শব্দকোষ এখন শূন্যতার দখলে
কোথাও বর্ণ নেই, কোথাও বাক্য নেই, নেই প্রেম-অপ্রেমের ছায়া
তবুও তোমাকে লিখতে মাঝেমধ্যে আঁকিবুঁকি করি, আর
কবিতার পাতায় তুলে রাখি তার নির্যাস-
           'সাদাকালো স্বীকারোক্তি'

২৫ নভেম্বর, ২০১৮; সন্ধ্য...