ব্যস্তসমস্ত দিনের শেষে পথভুলে কখনো আমার পানশালায় স্বস্তির সন্ধ্যা নামলে
বোকাচোখ ফুলস্টপের দেয়াল টপকে তোমাকেই খুজে ফিরে  আনমনে
আর
জ্যোৎস্নারতাঁরা মুছে আঁকতে থাকে থোকাথোকা মেঘফুল... বৃষ্টিচিত্র


তুমি চাওনা জেনেও তোমাকে লিখি ভাঙ্গাগড়ার কাব্য
কি করবো বলো? মন তো বুঝেও বুঝে না সভ্যতার ভাষা-
সম্পর্কের পিঠভেঙ্গে,  ভাঙ্গাপিঠে এঁকে দেওয়া সম্পর্কের জোর-  অপারগতা।