প্রচণ্ড বৃষ্টির পর,
আমাদের ছোট্ট নদে 'একগঙ্গা জল নামতো'
ঘোলাটে পাহাড়ি জল:
বাড়ির সামনের ব্রিজ দিয়ে-
                       কুণ্ডলী বেধে, ঘুরে ঘুরে।
আমি মুগ্ধ হয়ে দেখতাম-
বৃত্তের মতো সৃষ্ট জলের কুণ্ডলী ঘিরে
ভাসমান খড়কুটোর ক্ষণিক ঘূর্ণন;
অতঃপর, জলে মিলিয়ে যাওয়া।
এখন মাঝেমাঝে নিজেকে কুণ্ডলীর উপর ভাসমান খড়কুটোর মতো মনে হয়;
আর প্রেমকে কুণ্ডলী, যার স্থায়িত্ব ক্ষণিক।