ভোরসন্ধ্যার কোলাহল থেমে গেলে- শ্রান্ত শরীর ডুব দেয় মনের গহীনে
বিবেকের আয়নায় জেগে ওঠে ভুলের বিপ্রতীপ বিম্ব, শুদ্ধতা


আমি হেরে যাই শুদ্ধতার কাছে
আমি হেরে যাই আমার কাছে
আর
নিজেকে পুড়াই ভুলের চিতানলে-
তবুও আমার ভোরসন্ধ্যার ভুলেরা শুদ্ধ হয়ে ওঠে না।
____________________
সম্পাদিত