"জাগ্রত বিশে তুমি জাগ্রত জনতার
অনাকাঙ্খিত ঘটনায় তুমি কাঙ্খিত  আবদার,
"দিন পোহালেই শোনা যায় ধষিত বোনের নিঃশব্দ চিৎকার"
"খুদার দায়ে অবহেলিত মানুষগুলো আড়ালে  করে যায় হাহাকার,
সমাজের কাছে আমার এই ন্যায়ের কথা বলে কোনো লাভ নাই!
মানুষে মানুষের জন্য  কোনো মানবতা নাই!


আমরা একতাবদ্ধ তবুও কেন পরাজিত,,,,????


"ঘটে যাওয়া দূর্ঘটনায় আজ আমরা শিহরিত,
এই সমাজের কথা কার কাছে বল বলবো"???


"চোখের সামনে সব সত্য দেখে তবুও আজ আমি অন্ধ,,
বুক পিঠ নাই তবে আঘাত করে মানুষ রুপি হিস্র প্রানি"
"জীবন বাঁচাতে তবে আজ কেন আমি সমাজের চোখে পাপি"
"মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে কেও করে না তো প্রতিবাদ,


"একের পর এক করে যায় হিস্র প্রানিরা আঘাত!
মানবতার কাছে আজ নাই কোনো আদব",,
"তাই তো আজ আমি সমাজের কাছে বেয়াদব",,,!!!