একাধিকবার বলেছি, তবুও
আবার বলতে বাধ্য করছ
কেন বারবার শুনতে যে চাও!
এই কথাতেই কেন মজে আছো!


ভালবাসা পেয়ে হয়েছে মুগ্ধ
সেই মুগ্ধতা ফুটেছে শরীরে
আর কি যে চাও, এ মনে দ্বন্দ
চাও নাকি যেতে অনেক গভীরে!


বোঝোনি কি তুমি, আমি যে তোমার!
আমি তো বুঝেছি, তুমি আপনার
বেশী পেয়ে গেলে, মন আরও চায়
সেই চাওয়াতেই থাকে আবদার|


আটাশ বছর তিন যুগ নয়
কিন্তু কম কি এতটা সময়!
করে গেছ শুধু একটাই দাবী
পূর্ণ করেছি, হইনি অভাবী|


কি এত ভাবছ! অপলক চোখ
যা যা বললাম, সে তো শুধু কথা
শুনতে চাইলে, আবার বলব
তোমার খুশীতে কেন দেব বাধা!


ভালোবাসলেই, হয় ভালবাসা
কথা দিয়ে তার হয় না প্রমান
তবে কথা দেয় প্রবাহতে গতি
চাইনা কথার হোক অবসান|


যে কথায় ভরা থাকে আবদার
সে কথাই ধরে আনে আনন্দ
চাও, তুমি চাও, আমি প্রস্তুত
আবদারে ভরে দেবই ছন্দ|


তুমিও দিয়েছ, আমিও দিয়েছি
পাওয়া দুজনের প্রায় এক সাথে
পাওয়া কমে যাক, মানব না আমি
তুমি কি পারবে সেটা মেনে নিতে!


'তোমাকেই শুধু ভালবাসি আমি'
অবিরাম বলে যাব এই কথা
শোনো, তুমি শোনো, আর ভালবাসো
তুমি যে আমার ভালবাসা দাতা|