//আগে যাওয়া আর অগ্রগতি ভিন্ন//


কত আগে যাব! কী করে বলব!
যদিও এগোই প্রতিদিন
এগোনো মানে কি হেঁটে আগে যাওয়া!
নয় কি থাকা স্বাধীন!


আগে তো যাবই, যাওয়া তো হবেই
আগে যেতেই যে জন্ম
যাওয়া নয় আগে, মাইল হিসেবে
আসুক হিসেবে কর্ম।


ক্ষণে ক্ষণে সকলের আগে যাওয়া
দিনের প্রহর ভুলে
বোকার মতন কী বলছি আমি!
যাই নাকি আগে ঘুমালে!


আগে যায় রাত, আগে যায় দিন
আগে গিয়ে আসে ফিরে
মানুষ তো নয় ঠিক সেরকম
আসে না তো ফিরে তীরে।


আগে যাওয়া আর অগ্রগতি কি
পেয়ে যায় সম দৃষ্টি!
ভাবনার এই বিষয় ভাবলে
খুলবেই সব দৃষ্টি।


পিছনের পথে চলা শুরু করি
সেখানেও যাই আগে
আসলে যে এই পৃথিবীটা গোল
ফল সব একই ভাগে।


কী যে আগে আর কী যে নয় আগে
মনে হয় যেন হেঁয়ালি
আগে যাওয়া নিয়ে ভাবনা ছেড়েছি
করেছিও মন খালি।


সুবীর সেনগুপ্ত