//আগে কারণ, পরে অবাক//


অবাক হওয়ার কারণ থাকলে
অবাক হয়ে যাই তৎক্ষণাৎ
আমায় দেখে বলছ তুমি
এখনো তো ভরাই দোয়াত|


অপরিমান কারণ সামনে
দেখেও কিন্তু হইনা অবাক
অবাক করার কারণ কোথায়!
খুঁজতে হবেই অজানা ঝাঁক|


চোখ দেখছে অনেক কারণ
ঢুকছে কারণ মনের ভিতর
সবগুলোই তো সাদামাটা  
স্তম্ভিত হওয়া কীসের উপর!


সব সাধারণ যত কারণ
একই পথে চলতে থাকছে
সেই কারণেই হারিয়ে মানে
সব 'অকারণ' হয়েই যাচ্ছে|


অবাক হয়না কেউ রোজ রোজ
অভ্যেস মতো চললে জীবন
অভ্যেস থেকে বেরিয়ে গেলেই
অবাক হওয়ার সুযোগ তখন|


শিশুর দুই চোখ শুধুই অবাক
যা দ্যাখে তাই প্রথম দেখা
অবাক হওয়ার কারণ খুঁজলে
বলবে লোকে তুমিই বোকা|


অবাক তখন, যখন দেখি
কেউ লিখছে দু-হাত দিয়েই
লিখেও যাচ্ছে একই সাথে
স্পষ্ট লেখাও অবাক করেই|


কাঁচ ভেঙে যায় পড়লে নীচে
এই ঘটনা খুব সাধারণ
ভাঙলে লোহা নীচে পড়ে
চোখ কপালে উঠবে তখন|  


যে ঘটনার নাগাল মনে
সেই ঘটনায় হইনা অবাক
অনুভবের বাইরে হলেই
কে হবেনা বলো অবাক!


কাউকে খুশী করতে অবাক
তার মানেই তো ভুল অভিপ্রায়
কিন্তু তোমায় করতে অবাক
করব সে কাজ যা আমার নয়|


অবাক চোখে তাকিয়ে থাকি
খুব আপনের দেহান্তরে
এই সত্যকে মানার পরেও
সত্য আমায় অবাক করে|


সুবীর সেনগুপ্ত