এগিয়ে গেলেও পিছনেই থাকি
বড় অদ্ভুদ চলা
বেলাগুলো কে যে আগে আর পরে
সাজানো মজার খেলা|


আগে যা এসেছে, থাকবেও আগে
কেন চলে যায় পিছনে!
এমন প্রশ্ন এসে ভীড় করে
চিন্তার প্রতিফলনে|


আগে থাকলেই, সব পাওয়া যাবে
মানুষের তাই ধারণা
পিছনে থেকেও, সব এসে যায়
ধারণা কি ভুল, বলো না!


খেলার শুরুতে, কেউ আগে খ্যালে
খেলা শেষে সে কি আগে!
হতে পারে, সে তো পরাজিত হয়ে
যায় পিছনের বিভাগে|


পথ যে দেখাবে, সে তো চলবেই
নিশ্চিত আগে আগে
অন্য স্থানেও থাকলে ক্ষতি কি!
নির্দেশ দিতে থাকে|


থাকতে পারেনা, এক স্থানে স্থির
যা সজীব এই ভুবনে
যে দিশাতে চোখ, সেদিকে এগোবে
বেঁকে যাবে প্রয়োজনে|


'আগে' মানে যদি, শুধু সাফল্য
প্রেম কেন ভেসে যায়!
আগে প্রেম করে, পরে ভালবেসে
প্রেম যে পরে হারায়|


আগে শেখা, পরে শেখানোর কাজ
এ ব্যাপারে 'আগে' সত্য
না শিখে শেখানো ভাবনাই ভুল
শেখা আগে উপযুক্ত|


এগোতেই হবে, এগিয়েও যাবে
এগোনোর পরে ফল কি!
ফল হতে পারে, মন্দ বা ভালো
'আগে--পরে' ভাবা যায় কি!


কে কত এগোবে, বলে দেবে কাজ
কাজই আসল মন্ত্র
এই মন্ত্রেই, ডুবে যেতে হবে
'আগে-পরে' ষড়যন্ত্র|


'আগে-পরে' ষড়যন্ত্র