//আজগুবী যত স্বপ্ন//


এ কী মুশকিল!
দ্যাখো, দ্যাখো দ্যাখো
গাড়ী চালাচ্ছে চিল...
কী যে হলো মুশকিল
চিল দেখছে না
ভেঁপু শুনছে না
মানছে না লাল নীল|


কী যে ভয়ানক হলো
হাতীগুলো বসে রেঁস্তোরাতে
শুঁড় ঘোরাচ্ছে জিনিস তুলতে
এটা ওটা সেটা খেয়েই যাচ্ছে
জানিনা, তৃপ্তি কতটা পাচ্ছে
এ তো অন্যায়, কে যে কাকে বোঝাবে...
যুদ্ধ কি তবে পশুদের সাথে হবে!


এ কী মুশকিল হলো
প্রশাসন কই! পুলিশ কোথায়!
এমতাবস্থায় কী যে করা যায়
হচ্ছে না কেন সৈন্য তলব!
শোনা যাচ্ছে না জনতার রব
পালাতে পারিনি, লুকিয়ে রয়েছি
কিন্তু এভাবে কতক্ষণ আর থাকব...
কি নিয়ে মানুষ করবেই আগে গর্ব!


এ কী সঙ্গীন সময়!
পশুরা করছে শহরে জটলা
যেখানে সেখানে করছে হামলা
বুদ্ধি বিচার কাজ করছে না
করবে কি করে, সহায়তা নেই
এই শহরে কি পশুরাই রাজ্ করবে!
মানুষ কি শুধু পোষা প্রাণী হয়ে থাকবে!


কি কারণে এলো পশুরা শহরে!
ওরা তো থাকবে জঙ্গল ভরে
কি ভুলের সাজা পাচ্ছে মানুষ, কে জানে!
চীৎকার আমি শুনতে পাচ্ছি
পশুদের চেঁচামেচিতে বুঝছি
ময়না বলছে
'জঙ্গল হলো পশুদের স্থান
কেন মানুষের সেথায় গমন!
আমরা সহেছি, সইবো না আর
থাকব শহরে নিয়ে পরিবার
বিপরীত হোক এই প্রকৃতির নিয়ম...
মানুষ তাড়াক, দেখি কত আছে দম!'


ঘুম ভেঙে গেল, দেখি চারিদিক
দেওয়ালের ঘড়ি চলে টিকটিক
গাড়ীও ছুটছে রাস্তায় বন বন
এসেছিল মম স্বপ্নে মনের চিন্তন|


সুবীর সেনগুপ্ত