আজকে আমার মন মেতেছে শূন্যে
আকাশ সাথী, গাইছে বাতাস
বিথীর শীর্ষ ডাকছে ঘন অরণ্যে|


আজকে আমি খুশীর নাচে মগ্ন
নাচন দেখে কাঁপছে বাদল
হাসছে শশী, সাথেও আছে তমোঘ্ন|


আমায় আজকে দিয়েছে কেউ মন্ত্র
গাইছি সেটাই গুন্ গুন্ করে
বুঝতে পারছি আজকে আমি স্বতন্ত্র|


প্রকৃতি আজ আমার সাথে খেলছে
বিহঙ্গ সব মেলছে ডানা
দূর নীলিমায় হাতছানিতে ডাকছে|


যত প্রাণী আজকে ভূমির উপর
চেয়েই আছে আকাশ পানে
ভাবছে, কেন আজকে খুশীর লহর|


আজকে কেন দিনটা একটু অন্য!
দেখিনি তো নতুন স্বপন
আসেওনি তো পাত্র অর্থপূর্ণ|


পেয়েছি আজ মূল্যবান সেই রত্ন
ভালবাসা এসেছে আজ দ্বারে
নিজের কাছে নিজের জীবন গণ্য|


আজকে জীবন দিয়েছে এক মানে
আজকের থেকে প্রত্যেক দিন
জীবন চলবে শুধুই গানে গানে|