একবার বলা, একবার শোনা
নদীর প্রবাহে, একই নিশানা
প্রকৃতির বুকে, হাওয়া একটানা
একসাথে থাকা, হয়ে গেলে জানা|


ঘর অনেক, শুধু এক ঘরে থাকা
একটা কলম, তাই দিয়ে লেখা
আট প্রহরের মাঝে এক দিন
রাত্রিও এক, কালো দিয়ে ঢাকা|


ডাক একবার, সাড়া একবার
একটা সহজ, সরল ব্যাপার
কাজ ঠিক হলে, শেষ একবার
একবার ভুল, আর এক বিচার|


এক না থাকলে, সংখ্যা কোথায়!
গোনার প্রথমে, এক এসে যায়
এক বন্ধুকে, ঠিক সামলালে
সেই তো চলার, পথে থেকে যায়|


একটাই মাথা, একটি শরীরে
শরীর জড়িয়ে, এক মন ওড়ে
একজন পায়, একটা জীবন
আর থাকা, এক প্রকৃতির নীড়ে|


এক অপরাধ, তাই যথেষ্ট
করতে একটা জীবন নষ্ট
এক অনুপম, কাজ এনে দেয়
অনেক অনেক খুশী, যা স্পষ্ট|


একটি বিষয়ে, প্রতিভার ধারা
ছড়িয়ে ছড়িয়ে, ছুঁয়ে ফেলে তারা
এক বিশ্বাসে, নিয়ে দৃঢ় শ্বাস
প্রাণে বহে এক নির্মল ধারা|


দুই কানে শুনি, একই শব্দ
দুই নাসারন্ধ্রে, একই তো গন্ধ
দুটি আঁখি, তাও দেখাতে ছন্দ
সব এক শরীরে, আছে আবদ্ধ|


এক হাসি জুড়ে, একটাই ভাব
যে পারে বুঝতে, তারই হয় লাভ
একটি আদেশ, মেনে এক কাজ
বাস্তবায়ন-এ, বাড়েই প্রভাব|


একটি বাড়ির, একটি ঠিকানা
এক মালিকের, পরিচিতি জানা
এক সংসারে, একই পদবী
সমাজে এ এক, রীতির ধারণা|


এক জন্মের, একটাই ফল
একটি মৃত্যু, করবে বিকল
এক পৃথিবীতে, একটি প্রকৃতি
এক ভরসাতে, সকলের গতি|


এক, এক, এক