এক এক দিন এগিয়ে গিয়েছে
জীবনের আয়ু কমিয়ে দিয়েছে
শুধুই বেড়েছে চিন্তন...
এক এক দিন কত-বা এগোবে
জীবনের আয়ু সীমানা দেখবে
অনন্ত নয় এই প্রাণ|


একটি জীবন যতই বাঁচুক
সুখ সরোবর থেকে নিক সুখ
সময় দেবেই বিদায়...
সুখের ভরসা হয়না পয়সা
মানতে হবেই দুঃখের দশা
এই তো মুখ্য ধারায়|


লাল আর নীল মরিচীকা ঝিল
এখন যে ক্ষণ, সেটাই সুনীল
জীবন তো এই ক্ষণেই...
বাসনার ফুল ফোটাও এখন
কামনার ফুল এ-ক্ষণের ধন
নাও না আঁচল ভরেই|


এক এক দিন চলে তো যাবেই
সুখ বা অসুখ দিতে থাকবেই
কোথায় অনেক চমক!
এক এক ক্ষণে জাগিয়ে চেতনা
এক এক দিন হয়ে যাবে চেনা
জীবনে খুশীর ঝলক|


এক এক ক্ষণে জাগাও চেতনা