সারাদিন ধরে আলোর বন্যা
তবুও এ মন পায় না তৃপ্তি
আঁধার নামলে আরও আলো চাই
চাই যে শুধুই আলোর বৃষ্টি|


জাগতিক আলো, কারণ সূর্য
আঁধার নামছে তার কারণেই
আলো আর কালো সম উপযোগী
বেঁচে থাকে প্রাণ আলোয় ডুবেই|


আলো আছে তাই চলছে জগৎ
পাচ্ছি বাঁচার শ্বাস প্রশ্বাস
মানুষের গড়া নয় এই আলো
তবুও তো আলো নিয়ে উল্লাস|


জাগতিক আলো সূত্রতে বাঁধা
আর সে সূত্র এক রহস্য
এর মূল যেতে চাইছে মানুষ
মূল দূর অস্ত, আলোই দৃশ্য|


আঁধারে সময় কাটাতে চাইনা
গড়েও নিয়েছি কৃত্রিম আলো
সুখ আমাদের নকলেই বেশী
চাইছি জীবন হোক জমকালো|


আঁধার যদি না থাকত ধরাতে
পেতাম নিয়ত জাগতিক আলো
কৃত্রিম আলো সৃষ্টি হত কি!
বলত না কেউ, 'জ্বালো, আলো জ্বালো'|


সুখময় করে তুলতে জীবন
আলো প্রয়োজন প্রত্যেকদিন
মনটাকে করলেই আলোকিত
অল্প আলোয় খুশীর জীবন|


আলো, শুধু আলো