আলোকবর্ষ।
।।সুবীর সেনগুপ্ত।।


আলোকবর্ষ দূরে, কীসের অবস্থান!
জানার জন্য চলে, খোঁজাখুঁজি অভিযান।


খোঁজা যত আগে যায়, রহস্য বেড়ে যায়
যে যাই বলছে সব, অনুমানে চলে যায়।


উন্নত আধুনিক, আমরা তো হয়েছি
অন্বেষণের পথে, সফলতা পেয়েছি।


দ্রুততার সন্ধানে, নিরলস করে কাজ
শব্দের গতি জিতে, অটল হয়েছে খুঁটি।


আইনস্টাইন এর, পথ ধরে চলেছি
সেই সমীকরণকে, সামনেই রেখেছি।


MC স্কোয়ার হবে, ঠিক ততটাই E
তবেই আলোর গতি, পেয়ে যাব ভাবছি।


অগুণিত তারাদের, আলো রোজ দেখছি
উল্কা ও ধূমকেতু, তাও জেনে ফেলেছি।


অনন্ত মহাকাশ, আর কি কি তার দাস!
খোঁজার অন্ত নেই, হবেও না অবকাশ।


আলোকবর্ষ, সে তো গবেষণাতেই লাগে
আলোকবর্ষ ভেবে, বিস্ময়ে মন জাগে।


সেই দুরুত্বে যাওয়া, আকাশকুসুম আশা
গবেষণা ঘিরে থাক, আশারই উচ্চাশা।