আমিও করব তোমার মত চেষ্টা
হারলে, হারব, দমব না আমি
দেখেই ছাড়ব শেষটা|
আমিও টানব কাগজের বুকে রেখা
না হলে না হোক, ছবির গঠন
কিছু তো হবেই শেখা|
আমিও গাইবো, ভালোলাগলেই সুর
না হলে না হোক, শুনতে মধুর
সুর তো হবেনা বন্ধুর|
আমিও চাইব, রাখতে দু-হাতে হাত
নাও পাই যদি, কোনো হাত আমি
ভাবনা কি হবে বাদ!
আমিও কাঁদব, হালকা করতে মন
থাক বা না-থাক, আশেপাশে কেউ
সাথে তো সময় অনুক্ষণ|
আমিও করতে চাইব রক্ত দান
শরীর যদিনা চায় সাথ দিতে
করব না অভিমান|
আমিও লিখব, হতে এক ছোট কবি
নাও যদি গড়ে কোনো ভাব তাতে
রাগ করবে না রবি|
আমিও আশায় এনে নেব ভালবাসা
কাউকে না পেলে, ডুবব আশাতে
ভাষাতে গড়ব বাসা|
আমিও নাচব, অনেক অনেক খুশীতে
জানিনা, কি ভাবে আসবে সে খুশী
মন যে খুশীর ভেলাতে|
আমিও করব দান, যতটুকু পারি
যা সামর্থ্য, তাই দিয়ে দেব
গ্রহীতার সাথে আড়ি|
আমিও খুঁজব, আন্তরিকতা জীবনে
চাইব শর্তহীন এক মানুষ
তাঁকেই জড়াবো পরানে|
আমিও খেলব, তোমার মতোই সমাজে
খেলার নিয়ম ভাঙবো না কভু
শুধুই আমার গরজে|
আমি তো মানব, মানতে থাকব
সত্য মানতে পিছনে যাবোনা
শঙ্কাকে দূরে রাখব|
আমি তো জেনেছি, তুলনা করাই ভুল
এই ভুল, দূরে রেখেই চলেছি
আয়ত্তে এসে গেছে কূল|