//আর ভাবনায়'অনেক' আসে না//


চাইছি অনেক, পাচ্ছি অল্প
এ সব নিয়ে হয় কি গল্প!
দু-চার লাইন লিখে হতে পারে কবিতা...
তাই তো লিখছি দু-চার শব্দ
আমার চাওয়াও হচ্ছে জব্দ
'অনেক' শব্দ আর নয় আমার কথা।


এদিক সেদিক অনেক দেখছি
অনেক দেখা ভুল নয়, মানছি
দেখার সুযোগ করব না হাতছাড়া...
অনেক অনেক শুনতে থাকব
মন দিয়ে শুনে, সে সব ভাবব
অনেক ভাবনা ভাবতে যে নেই তাড়া।


অনেক অনেক মাটির স্পর্শে
রাখব জীবন শুধুই হর্ষে
সহজাতভাবে চাওয়ার ইচ্ছা কমবে...
অল্প পাওয়ার ক্ষেদ থাকবে না
মনে আপসোস খোঁচাও দেবে না
সদা আনন্দে সদা এই মন নাচবে।


আমার ইচ্ছা, আমার কামনা
হতে চাইবে না আমার অচেনা
হৃদয়ের থেকে অনেক যাবেই হারিয়ে...
অনেক হারিয়ে অল্প কি এলো!
যদি আসে, তবে চাওয়াও থাকল
চাই না তো চাওয়া মম চেতনাকে জড়িয়ে।


'অনেক' হারাতে পেরেছি আজকে
অল্প দিয়েই সাজাই মনকে
এই যে জীবন, তাই নিয়ে আমি খুশী...
'অনেক' হারাতে লেগেছে সময়
সফল হয়েছি অধ্যবসায়
মন আর খোঁজে না কোথায় আছে বেশী।


সুবীর সেনগুপ্ত