আর পাশে নেই, আর ডাকবে না
আর গাইবে না গান
আর কোনোদিন কিছু চাইবে না
করবে না মান অভিমান|


আর দেখাবে না, আর শোনাবে না
আর চাইবে না মানাতে
আর করবে না সাঁঝে প্রতীক্ষা
খুলবে না দ্বার চকিতে|


আর বানাবে না, আর জানাবে না
তব ধারণার সৃষ্টি
আর ভাববে না, ঝরে পারবে না
কোনো প্রশংসা বৃষ্টি|


আর পড়বে না, আর লিখবে না
আর ভরবে না ফাইলে
আর হবে না তো ব্যস্ত সকালে
ঘন রাত্রির আড়ালে|


আর বসবে না, আর বলবে না
হাতে হাত রেখে কথা
আর ডুববে না ঘনিষ্টতায়
রাখবে না বুকে মাথা|


আর কাঁদবে না, আর কাঁদাবে না
আর ভেজাবে না আঁখিদ্বয়
আর হাসবে না, আর হাসবে না
এতে নেই আজ সংশয়|


আর আসবে না হটাৎ সামনে
আর জাগাবে না মন
আর আশা নেই, শুধুই বিষাদ
প্রাণ নিয়ে এই তন|