//আর নয় অনুকরণ//


ক্ষিধে না পেলেও খেতে কি থাকব!
শুধু ঘড়ি দেখে ঘুম কি আসবে!
ইচ্ছাই নেই, তাও কেন করি!
জীবন কি শুধু নিয়ম নাকি!
নিয়ম মানব, আমার নিয়ম
অনুকরণের হব না তো সাথী
ক্ষিধে পেলে খাব যা পাই খাদ্য
ঘুমোব তখন যখন আঁখিদ্বয় ভারী।


সুবীর সেনগুপ্ত