আয় নেই, নেই ব্যয়ের প্রশ্ন
।।সুবীর সেনগুপ্ত।


আয় নেই, নেই ব্যয়ের প্রশ্ন
কেনার কথাও উঠছে না
বাঁচাই সময়, বেশ তো আমি
আপসোস আর করছি না।


আয় নেই, তাই নেই সঞ্চয়
হিসেব রাখতে হচ্ছে না
অপার শান্তি থাকছে আমার
ধোঁকার ভয় আর পাচ্ছি না।


আয় নেই, তাই বন্ধুও কম
অনুরোধ বেশী আসছে না
বিরোধ, দূরে থাকছে আমার
জবাব গড়তে হচ্ছে না।


আয় নেই, তাই নেই কোনো ভয়
কেউ যে চাইতে আসবে না
লজ্জার থেকে বেঁচে গেছি আমি
মনোমালিন্য গড়বে না।


আয় নেই, তাই অহংকার নেই
সমালোচনায় পড়ছি না
তর্কের থেকে সরেই থাকছি
কেউকেটা হতে চাইছি না।


আয় নেই, তাই হারানোও নেই
চুরির ভয় আর থাকছে না
আগলে রাখার দরকার নেই
দূর্গ গড়তে হচ্ছে না।


আয় নেই, তাই নেই নাই ভাব
আনতে ব্যস্ত হচ্ছি না
জড়ো করবার কাজও কমেছে
সাজিয়ে রাখতে হচ্ছে না।


আয় নেই, তাই কমই বেশী
দুঃখ কোথায়, বুঝছি না
কম সামলাই, কম সময়ে
অপেক্ষাতে থাকছি না।


আয় নেই, তাই আত্ম সহায়
নির্ভর করে থাকছি না
নিজেই করে, সন্তোষ পাই
তৃপ্তি খুঁজতে হচ্ছে না।


আয় নেই, তবু জীবন চলছে
মন ও শরীর, হেলছে দুলছে
আশপাশ শুধু দেখেই যাচ্ছি
হাসব, নাকি কাঁদব ভাবছি।