//আয়ের পরেই ব্যয়ের হিসেব//


প্রথমেই আয়, তারপরে ব্যয়
আয়ের পরেই ব্যয়ের হিসেব
ব্যয় না করলে, হিসেব কোথায়!
হিসেব তো আয়-ব্যয়ের খাতায়।


ছুঁয়ে যেতে পারি অবিরত হাওয়া
প্রত্যহ আলো তাপ পেয়ে যাওয়া
করেছি কি আয় অফুরন জল
জলের ব্যবসা করেছি সফল।


আয় করে এই প্রাণ কি কিনেছি!
এ যে দান, সেটা মানতে পেরেছি
আয় হলো এই জীবনের দায়
না থাকলে আয়, ছুটে আসে ক্ষয়।


বেশী টাকা আয়, সম্মানও পাকা
অল্প স্বল্প আয়ে খুশী ঢাকা
কেউ বলে আয়, কেউ রোজগার
আর কারো কাছে আমদানি সার।


প্রত্যেক দিন নূতনের ঘরে
আর দিনে দিনে উদ্ভব বাড়ে
কেউ কি বলবে আয় হলো দায়!
আয় বিনা বাঁচা, মানে নিরুপায়।


কোন কাজ থেকে কার হবে আয়
নির্ধারণের আছে কি উপায়!
কী যে প্রয়োজন নির্ধারণের!
প্রত্যেকে খুঁজে নেয় পথ আয়ের।


আয় থেকে দূর হয়ে যায় ভয়
ভয় দূরে গেলে, কমে যায় ক্ষয়
মনোবল হয়ে যায় উজ্জ্বল
আয় সাথী হয়ে জীবন সচল।


উদ্ভাবনের দিক নির্ণয়
যদি থাকে এক নিশ্চিত আয়
আয় জীবনের প্রধান লক্ষ্য
এই ধারণাও হবে নিষ্পক্ষ।


সুবীর সেনগুপ্ত